এস এম তাজুল হাসান সাদ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দৌড়- ঝাপে ব্যাস্ত সময় পার করছেন। সাতক্ষীরা ৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা।কে কোন দলের মনোনয়ন পাবেন, এবং এলাকার উন্নয়নে কতটুকু কাজ করবেন,এবং শ্যামনগর কালিগঞ্জ আংশিক আসেন উন্নয়নে কেমন ভূমিকা রাখবেন এসব নিয়ে ভোটার সাধারণ জনগণের মাঝে চলছে বিশ্লেষণ। বর্তমানে শ্যামনগর উপজেলার ১২ টি এবং কালিগঞ্জ (আংশিক) উপজেলার ৮ টি ইউনিয়ন নিয়ে, সাতক্ষীরা ৪ আসন গঠিত।
এই আসনে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। এ আসনে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হিসেবে ইতিমধ্যে ১৬ জনের নাম শোনা যাচ্ছে।
ইতিমধ্যে ব্যানার, পোষ্টার লাগিয়ে অনলাইনের মাধ্যমে এলাকায় প্রার্থীতার আগাম বার্তা জানান দিয়েছেন অনেকে। নির্বাচনের দিন যতোই এগিয়ে আসছে ততোই শরগরম হচ্ছে, রাজনৈতিক, এলাকার হাট, বাজার, চায়ের দোকান সহ বিভিন্ন মোড়ে চলছে এসব নিয়ে আলোচনা।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছে, শ্যামনগর উপজেলা আলীগের সভাপতি, বর্তমান সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন,জেলা বিএনপির আহবায়ক, বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী, বিএনপির যুক্তরাষ্ট্র স্বনির্ভর বিষয়ক সম্পাদক যুব নেতা ড,এম মনিরুজ্জামান মনির, মহাজোট গঠনের অন্যতম নেতা, সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ এইচ এম গোলাম রেজা,
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির মহিলা বিষয়ক সদস্য, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা , আ'লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুদা খানম মেধা, শ্যামনগর উপজেলা আলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিঃ সহ- সভাপতি ও বর্তমান উপজেল
চেয়ারম্যান সাঈদ মেহেদী, জেলা আলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, গাবুরা ইউপি সাবেক চেয়ারম্যান শফিউল আজম লেনিন, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রনি আহমেদ, কেন্দ্রীয় জাতীয় পার্টি নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুস সাত্তার মোড়ল, জামায়াতে ইসলামী বাংলাদেশ সাবেক সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী গাজী নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলার বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওহেদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির (জাসদ) থেকে মনোনয়ন প্রত্যাশী আশেক ই-এলাহি, সহ আ'লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টায় আছেন সাবেক পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আতাউর রহমান।
শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক আসনের এলাকা গুলোতে ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাশী বেশ কয়েকজন প্রার্থীকে এলাকার হাট-বাজার, দলীয় অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করতে দেখা গেছে। এবং অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিশেষ ভূমিকা রাখছে। নেতৃবৃন্দরা বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত বিভিন্ন ধরনের গণ সংযোগ প্রচারণায় ব্যস্ত।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।