আলী আজীম,মোংলা (বাগেরহাট):
বাগেরহাট জেলা আ’লীগের সহ-সভাপতি ও বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইদ্রিস আলী ইজারাদার বলেন, আগুন দিয়ে মানুষ হত্যা ও সম্পদহানীর নাম রাজনীতি নয়। মানুষ হত্যা করতে রাজনীতি নয় মানুষকে বাচানের জন্য রাজনীতি। মানুষ হত্যা না করে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলার পরামর্শ দিয়ে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্থ করতে দেশকে ধ্বংস করছে জামায়াত বিএনপি। তারা বিএনপি আন্দোলনের নামে সাধারণ জনগণকে পুড়িয়ে মারছে।
শনিবার (১১ নভেম্বর) বিকেলে মিঠাখালি ইউনিয়নের টাটিবুনিয়া স্কুল মাঠে বিএনপি জামাতের নারী ও শিশু হত্যা সহ অগ্নি সন্ত্রাস, হরতাল, অবরোধ, নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে মহিলা সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের সরকার সমস্ত আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর। যারা আগুন সন্ত্রাস চালাচ্ছে, এরা দুষ্কৃতিকারী আর আগুন সন্ত্রাসের যারা নির্দেশদাতা-হুকুমদাতা-অর্থদাতা—এরাও অপরাধী। রাজনৈতিক দলের কর্মসূচি; ইন্টারনেটের মাধ্যমে উঁকি দিয়ে দিয়ে গাড়ি-ঘোড়া জ্বালানোর নির্দেশ দেয়! সুতরাং এরাও অপরাধী।
শেষ পর্যন্ত সমস্ত অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। আমরা নিশ্চুপ থাকতে পারি না। সাধারণ মানুষের গাড়ি-ঘোড়া পোড়াবে, সাধারণ মানুষকে পুড়িয়ে মারবে, সাংবাদিকদের ওপর হামলা পরিচালনা করবে, পবিত্র কোরআন শরিফ পোড়াবে, হাসপাতালে হামলা চালাবে; তাদের বিরুদ্ধে আমরা নিশ্চুপ থাকতে পারি না।
তাদের (বিএনপির) আন্দোলন কোনোভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছে না। তাদেরকে অবশ্যই নির্বাচনে আসতে হবে। বিএনপি যাদের উপর ভর করে আন্দোলনে এসেছিল, তাঁরাও বলছে নির্বাচনে অংশগ্রহণ করতে। সুতরাং ক্ষমতায় আসতে গেলে নির্বাচনে আসতে হবে। জনগণেই ঠিক করবে কাকে ক্ষমতায় আনবে।
মোংলা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাবেরী হক স্মৃতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম’র সঞ্চালনায়, মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইকবাল হোসেন, পেড়িখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বাবুল, ভোজপাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরফদার মাহফুজুর রহমান টুকু, মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু উৎপল কুমার মন্ডল,বাঁশতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, উজলকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, রামপাল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাওলাদার নাসির উদ্দিন, বুড়ির ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু উদয় শংকর বিশ্বাস, সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম ইজারাদার, বাগেরহাট জেলা পরিষদের সদস্য মোঃ আবদুল জলিল শিকদার, মোংলা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এ, এইচ মিলন শিকারী, মোংলা উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান সিদ্দিকী, মোংলা পৌর যুব মহিলা লীগের সভানেত্রী সুমি লীলা, মোংলা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে আগামী সোমবার (১৩ নভেম্বর) খুলনায় প্রধানমন্ত্রীর বিভাগীয় সমাবেশ সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইদ্রিস আলী ইজারাদার।