আজকে ভালো কালকে কঠিন
যাচ্ছে যত দিন,
সম্পর্কগুলো তার সাথে সাথে
হইতেছে মলিন।
আপন মানুষ হিংসা করে
পরকে দিবো কি দোষ?
বাড়বে কদর করবে আদর
হইলে নন্দঘোষ।
ভালোবাসার রং অদল বদল
এখনকার হাট বাজারে,
টাকা থাকলে শুভাকাঙ্খী
হাজারে হাজারে।
প্রতিযোগিতা নিজের ঘরে
ভাইয়ের সাথে ভাই
বউয়ের কথায় মনমালিন্য
এক নিমিষেই ঠাঁই।
মোড়ল মহৎ আজকের দিনে
নাই বললেই চলে,
সুযোগ নিতে ঝামেলা পাকায়
ছলে বলে কৌশলে।
মায়া মমতা শূন্যের কোঠায়
বাড়ছে হিংসা অহংকার,
বন্য প্রাণীর চেয়েও মানুষ
ভয়ংকর জানোয়ার।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।