বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

আজ আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১০ বার পঠিত

মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ 

প্রতি বছর ১৯ শে নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। নারীদের উদ্যোগকে স্বাগত জানানো এবং তাদের কার্যক্রমকে উদযাপনের জন্য দিবসটি পালন করা হয়। ২০১৪ সালে নিউইয়র্কের জাতিসংঘে প্রথম নারী উদ্যোক্তা দিবস পালিত হয়। নিউইয়র্কে পালিত অনুষ্ঠানটি ১১৪টি দেশে প্রচারিত হয়েছিল। বাংলাদেশে ২০১৮ সাল থেকে নারী উদ্যোক্তা দিবস পালিত হয়ে আসছে।

সাম্প্রতিক বিশ্বে নারী উদ্যোক্তাদের সামনে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করা ও সমস্ত বাধা দূর করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে দিবসটি পালন করা হয়। নারী উদ্যোক্তারা তাদের নিজ নিজ দেশের অর্থনীতিতে অবিচ্ছেদ্য অবদান রাখা সত্ত্বেও ব্যবসার জগতে প্রতিনিয়ত উপেক্ষিত হচ্ছেন। বিশ্বের নারী উদ্যোক্তাদের সম্মান জানাতে ও নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে মূলত: দিবসটি পালন শুরু হয়।

সামাজিক প্রতিবন্ধকতা ভেঙ্গে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছেন নারীরা। ইন্টারনেটের এই বৈপ্লবিক যুগে ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বাংলাদেশের নারীরাও হয়ে উঠেছেন উদ্যোক্তা।

নারী উদ্যোক্তাদের মাধ্যমে দেশীয় ঐতিহ্যের প্রকাশ বৃদ্ধি পেয়েছে। ডুবতে বসা দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ও বাহককে নারীরা দিয়েছেন ভিন্ন পরিচয়। এই সব উদ্যোক্তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও সরকারিভাবে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করে দিতে পারলে কেউ ঝরে যাবে না। দেশ গড়ে উঠবে এক নতুনরূপে, নতুন স্বপ্নে। তাই এই নারী উদ্যোক্তা দিবসে ভিন্ন আঙ্গিকে নারীর চলার পথ মসৃণ করতে নারী-পুরুষ উভয়কেই সমানভাবে এগিয়ে যেতে হবে।

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবসে বিশ্বের সকল নারী উদ্যোক্তাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সব বাঁধা ডিঙ্গিয়ে, সব অন্ধকার ঘুচিয়ে নারী উদ্যোক্তারা এগিয়ে যাক নির্ভয়ে, নিশ্চিন্তে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।