গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমা
১৪ ই ফেব্রুয়ারি আজ শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এর আগে ১২ই ফেব্রুয়ারি বুধবার থেকে বিভিন্ন জেলার মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। বিশেষ করে বিদেশি বিপুলসংখ্যক মুসল্লি গতকাল বৃহস্পতিবার রাত থেকে ময়দানে এসে অবস্থান নেন।
আজ ইজতেমা ময়দানে বৃহত্তম জুমার নামাজ আদায় করা হবে। এতে গাজীপুর ও আশপাশের এলাকার লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন।
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবারের ইজতেমা আরও বিশেষ গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক হতে চলেছে। কেননা প্রথমবারের মতো শবে বরাতের পুণ্যময় রজনীতে টঙ্গীর তুরাগপাড়ে আজ শুক্রবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।
আখেরি মুনাজাত ছাড়াও বিশ্ব ইজতেমায় শবে বরাতের রাতে মুসল্লিরা দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হবে।
আর আগে, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছেন মাওলানা সাদ কান্ধলভী’র অনুসারীরা। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে ময়দান বুঝে নেন তারা। আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।