মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  “সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী কে আটক মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ। মুন্সীগঞ্জে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার মাসিক  বৈঠক অনুষ্ঠিত। কালিগঞ্জে মৌতলা একতা যুব সংঘের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সিরাজদিখানে কবিরাজের বিরুদ্ধে সাংবাদিকের মিথ্যা মামলা দায়ের! গতকাল ব্রাসেলস প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন, বজলুর রশীদ বুলু। মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

আজ দৈনিক পত্রদূত সম্পাদক আলাউদ্দিনের ২৮তম মৃত্যুবার্ষিকী

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৭০ বার পঠিত

 

আজহারুল ইসলাম সাদীস্টাফ রিপোর্টারঃ

আজ ১৯ জুন ২০২৪ রোজ বুধবার, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদ স ম আলাউদ্দিনের ২৮তম মৃত্যুবার্ষিকী।

১৯৯৬ সালের ১৯জুন রাতে তিনি তার প্রতিষ্ঠিত দৈনিক পত্রদূত অফিসে কর্মরত অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের প্রতিষ্ঠাতা শহীদ স ম আলাউদ্দিন ১৯৭০সালে তৎকালিন প্রাদেশিক পরিষদের সর্বকণিষ্ঠ সদস্য ছিলেন। সাতক্ষীরা চেম্বার অব কমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা ও পরবর্তীতে সভাপতি, এফবিসিসিআই এর কার্যনির্বাহী কমিটির সদস্য, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম-আহ্বায়কসহ একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি, জেলা উন্নয়ন সংগ্রাম কমিটিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

পেশায় তিনি একজন শিক্ষক, রাজনীতিক এবং ব্যবসায়ী ছিলেন। স. ম আলাউদ্দীন দেশ মাতৃকার ডাকে সাড়া দিয়ে ঝাপিয়ে পড়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। সত্তরের নির্বাচনে সর্বকণিষ্ঠ নির্বাচিত সংসদ সদস্য হয়েও যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে। পাকিস্তান সামরিক আদালত তাঁর অনুপস্থিতিতে বিচার করে ১৪ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছিল। সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে তাকে ধরিয়ে দেওয়ার জন্য ৪০হাজার টাকা পুরস্কার ঘোষণা করে এলাকায় এলাকায় মাইকে প্রচার করেছিল। পাকিস্তানিরা তাকে ধরে হত্যা করতে না পারলেও স্বাধীন দেশের মাটিতে তাকে প্রাণ দিতে হয় ঘাতকের হাতে।

নিহতের ভাই স ম নাছির উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা খুনিদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পাঁচদিন পর পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত কাটা রাইফেলসহ সুলতানপুরের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল ওহাবের ছেলে যুবলীগ কর্মী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকান্ডের কারণ এবং এর সঙ্গে জড়িত হিসেবে সাতক্ষীরার চিহ্নিত গডফাদার খলিলুল্লাহ ঝড়ু (বর্তমান মৃত্যু) তার ভাই সাইফুল্লাহ কিসলু (বর্তমান মৃত), তার আর এক ভাই মোমিন উল্লাহ মোহন, আলিপুরের আব্দুস সবুর, কামালনগরের আবুল কালাম, সুলতানপুরের এসকেন্দার মির্জা, কিসলুর ম্যানেজার আতিয়ার রহমান, প্রাণসায়রের সফিউর রহমান, নগরঘাটার সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের নাম প্রকাশ করে। প্রায় এক বছর তদন্ত শেষে ১৯৯৭ সালের ১০ মে সিআইডির এএসপি খন্দকার মো. ইকবাল উপরিউক্ত ব্যক্তিদের আসামি শ্রেণিভুক্ত করে চাঞ্চল্যকর এই হত্যা মামলার চার্জশিট দাখিল করেন।

দৈনিক পত্রদূত সম্পাদক আলাউদ্দীনের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৯জুন সকাল ৭টায় সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামে শহিদ স. ম আলাউদ্দীনের মাজার জিয়ারত ও ফাতেহা শরীফ পাঠ, সকাল ১০টায় সাংবাদিক সমাজের পক্ষ থেকে সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভা।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।