তাহমিনা মাহমুদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬ তম সাধারণ অধিবেবশনের সুপারিশ অনুসারে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ রা মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়।
সবাইকে জানাই বিশ্ব গণমাধ্যম দিবস এর শুভেচ্ছা।
সকল সাংবাদিক ভাইদের প্রতি রইল ভালোবাসা অবিরাম। প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি আলিমুজ্জামান বিটু ও মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম সহ সকল সাংবাদিকদের নিয়ে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক সমাজের আইকন। আমরা সমাজকে আলোকিত করতে কাজ করবো। সাংবাদিকদের মান সন্মান জড়িত সর্বক্ষেত্রে।
পেশাগত অভিজ্ঞতা থেকে আমরা সব সময় মানুষের জন্য ও রাষ্ট্রের উন্নয়ন মূলক তথ্য দিয়ে সরকারের ভাল মন্দ তুলে ধরবো। সাংবাদিকদের অধিকার আদায়ের পাশাপাশি আমরা সকল সাংবাদিকদের মান উন্নয়ন এর জন্য কাজ করবো। বর্তমান সরকার সাংবাদিকদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু সাংবাদিক নয় দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন। আজ এই গণমাধ্যম দিবস সকল সাংবাদিকদের জন্য অতি গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে আর বক্তব্য রাখেন সহ সভাপতি এম, সাইফুর রহমান, দপ্তর সম্পাদক সমর বাইন, ধর্মীয় ও সমাজ কল্যাণ সচিব এম, রহমান মাহমুদ, দৈনিক দেশ প্রতিদিন এর সাংবাদিক তাহমিনা, দৈনিক টাইমস পএিকার জেলা প্রতিনিধি মামুন দাঁড়িয়া সহ প্রমুখ।