উত্তম চক্রবর্তী,মণিরামপুরঃ
যশোর আদালতে হাজিরা দিতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না আক্তারুলের। আক্তারুলকে হত্যা করা হয়েছে বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। সে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা-খোশালনগর গ্রামের মৃত চাঁদ আলী গোলদারের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করেছে। পরিবার সূত্রে জানা যায়, আক্তারুল ইসলাম মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা গ্রামের রুহুল আমিনের মেয়ে নাসরিন আক্তারকে বিয়ে করেন। তাদের একটি পুত্র সন্তানও আছে।
স্বামী-স্ত্রীর পারবারিক গোন্ডগোলের জের ধরে নাসরিন আক্তার আক্তারুলের নামে আদালতে মামলা করে। বুধবার দুপুরের পরে যশোর আদালতে যেতে হবে বলে বাড়ি থেকে বের হয় আক্তারুল। তারপর আর বাড়ি ফিরে আসেনি। বৃহষ্পতিবার সকালে মণিরামপুরের রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের কোমলপুর-দোদাড়িয়া গ্রামের মাঠে আক্তারুলের লাশ পাওয়া পরে। সেখান থেকে মণিরামপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। বিকালে ময়নাতদন্ত শেষে তাকে পারবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আক্তারুল ইসলামের মা ও বোন জানান, ওর শশুর শাশুড়ি কয়েকদিন আগে হুমকি দিয়েছে, আক্তারুলকে মেরে ফেলার। এটা কোন সাধারণ মৃত্যু না। আক্তারুলকে হত্যা করা হয়েছে। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধারের পরে একটি অপমৃত্যু মামলা নিয়ে ময়নাতদন্তে দিয়েছি। ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে তদন্ত করা হবে।