মনিরামপুর প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের চাকলা গ্রামে বসত বাড়ির জমি জমা সংক্রান্ত বিষয়ের মামলার আসামী সাইফুল ইসলামকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। গত মঙ্গলবার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, মনিরামপুর যশোরে হাজিরা দিতে গেলে সেখানে থেকে আটক হয় সাইফুল ইসলাম। আটককৃত সাইফুল ইসলাম (৪০) উপজেলার চাকলা গ্রামের রব্বানী গাজীর ছেলে। তিনি এই মামলার ৩নং আসামী। শহিদুল ইসলাম (৩৯) ও রিনা খাতুন (৩৫) নামের আরও দুইজন আসামী রয়েছে। জানা যায়- সাইফুল ইসলামদের সাথে চাকলা গ্রামের মাদ্রাসা সংলগ্ন মৃত মোহাম্মদ আলী গাজীর ছেলে ফরিদুল ইসলামের বসত বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে সাইফুল ইসলামরা ক্ষমতার দাপট দেখিয়ে ফরিদুল ইসলাম ও তার পরিবারকে মারধর করাসহ বিভিন্ন হুমকি ধামকি দেয়। এতে ফরিদুল ইসলামসহ তার পরিবারের সদস্যরা শারীরিক ভাবে আহত হয়।
এখন ফরিদুল ও তার পরিবারের সদস্যরা আতংকে রয়েছে। এঘটনার ফরিদুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা করে। সেই মামলায় হাজিরা জামিন নিতে গেলে, আমলী আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে আসামী সাইফুল ইসলামকে আদালতে পাঠানোর নির্দেশ দেয়। এসময় সাইফুল আদালত থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয় এবং আদালত পুলিশের তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।