মণিরামপুর(যশোর) প্রতিনিধিঃ
আপনাদের কার্য্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। বিশ্ব ব্যাংক আপনাদের পাশে আছে। যশোরের মণিরামপুরে পুষ্টি স্কুল পরিদর্শনকালে এক সমাবেশে বিশ্ব ব্যাংকের টিটিএল জন সেন্ট জর্জ সন্তোষ প্রকাশ করে এসব কথা বলেন। বুধবার বিকালে উপজেলার ভোজগাতী ইউনিয়নের টুনিয়াঘরা গ্রামের পার্টনার ফিল্ড স্কুল পরিদর্শন করেন বিশ্ব ব্যাংক ও ইফাদের একটি বিশেষজ্ঞ টিম। এ উপলক্ষ্যে পার্টনার প্রকল্পের সমন্বয়কারী মিজানুর রহমানের সভাপতিত্বে ও মণিরামপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহনাজের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্ব ব্যাংকের টিটিএল জন সেন্ট জর্জ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ব ব্যাংকের কো-টিটিএল মনসুর আহমেদ, কনসালটেন্ট সলেমন, সান্তনা হালদার, আবু আহমেদ মোকাম্মেল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায়, উপপরিচালক ডঃ সুশান্ত কুমার তরফদার, অতিরিক্ত উপপরিচালক প্রতাপ মন্ডল, মণিরামপুর উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, উদ্ভিদ সংরক্ষণ অফিসার তবিবুর রহমান, অঞ্জলী রানী, উপসহকারী কৃষি অফিসার অচিন্ত্য কুমার ভৌমিক, গোলাম রব্বানী, রুবিনা আক্তার, হাসানুজ্জামান প্রমুখ। আলোচনার পূর্বে বিশেষজ্ঞ টিম পুষ্টি স্কুলের সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন এবং সদস্যদের সমন্বয়ে পুষ্টি স্কুল সম্পর্কিত একটি নাটিকা উপভোগ করেন। অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায় বলেন, বিশ্ব ব্যাংক ও ইফাদের বিশেষজ্ঞ টিম পুষ্টি স্কুলের কার্য্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।