মোঃ মাসুদ রানা,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চৌমুহনীতে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোর ৫টার দিকে চৌমুহনী রেলওয়ে মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার ফজরের নামাজের সময় মুসল্লিরা রেলওয়ে মার্কেট আগুনের লেলিহান শিখা দেখতে পান। এ সময় মুসল্লিদের চিৎকার শুনে আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে ছুটে আসলেও দ্রুত তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি স্টেশন থেকে ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কিন্তু ততোক্ষণে আগুনের লেলিহান শিখায় ক্রোকারিজ দোকান, খাবার হোটেল, আবাসিক হোটেল ও বিভিন্ন দোকানের গুদামঘর সহ ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
নোয়াখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক পূর্ণ চন্দ্র জানান, মার্কেটের বিভিন্ন দোকানে নানা রকম দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। টানা দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ব্যবসায়ীরা জানান, গত তিন বছরে এনিয়ে চারবার চৌমুহনী রেলওয়ে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিবারই ব্যবসায়ীরা বড় ধরণের ক্ষতির মুখে পড়েন।
এবারের অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা। তবে ফায়ার সার্ভিস জানিেয়ছে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।