বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান তেঁতুলিয়া এবং চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে, এই স্থলবন্দরের কার্যক্রমে স্থানীয়দের কর্মসংস্থান হওয়ার পরিবর্তে একটি সিন্ডিকেট পুরো ব্যবস্থাকে জিম্মি করেছে। তিনি অভিযোগ করেন, বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগই খুলনা বিভাগ থেকে আনা হয়েছে, যা স্থানীয় জনগণের স্বার্থবিরোধী। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের ছাত্রজনতার পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, অন্যায়, সিন্ডিকেট এবং চাঁদাবাজির বিরুদ্ধে আমরা দৃঢ় অবস্থান নেব। আমাদের নজর ধীরে ধীরে সব সিস্টেমের দিকে যাবে। কোথাও অন্যায় দেখলে তা নির্মূল করতে আমরা পিছু হটব না। প্রয়োজনে আরও রক্ত দিতে আমরা প্রস্তুত। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সারজিস আলম এ মন্তব্য করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবেত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, জামায়াতে ইসলামী বাংলাদেশের জেলা আমির ইকবাল হোসেন, বিএনপি নেত্রী রাজিয়া সুলতানা এবং ২নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। সারজিস আলম আরও বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো সিন্ডিকেট বা নিয়োগ বাণিজ্য সফল হতে পারবে না। তেঁতুলিয়া ও বাংলাবান্ধার মানুষকে জিম্মি করে যারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।