অনলাইন ডেস্কঃ
“সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই” এই প্রবাদ বাক্যটি আমরা সবাই জানি। মানুষে মানুষে বিভেদ বৈষম্য থাকতে পারে কিন্তু সামগ্রিক বিবেচনায় সবচেয়ে বড় সত্য আমরা মানুষ ।
মানুষ সৃষ্টির সেরা জীব। আশরাফুল মাখলুকাত। আমরা সবাই একই আসমানের নিচে বাস করি। পৃথিবীর যে প্রান্তেই বাস করিনা কেন ধর্ম, বর্ণ, জাত, দল ভিন্ন হলেও সবার রক্তের রং কিন্তু লাল। সবার একটাই পরিচয় আমরা মানুষ।
বিভিন্ন সময় মানুষ স্বার্থসিদ্ধির জন্য জাত,কুল,ধর্ম,বর্ণের, দলের, পার্থক্য তৈরী করে। এক দল আরেক দলকে ঘৃণা করে, মারামারি করে, কিন্তু এসবই ক্ষণিকের। আমাদের মনে রাখতে হবে আমরা মানুষ। আঘাতের প্রতিআঘাত করলে তোমাদের আর তাদের মধ্যে পার্থক্য রইল কই।
“কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়,তাই বলে কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়।”
একজন মানুষের জীবন বাঁচানোর জন্য যেখানে দশ বছরের শিশু তার জমানো টাকার ছোট মাটির ব্যাংকটা নিয়ে এসেছে, একজন ১৪ বছরের শিশু হজ্জে যাওয়ার জন্য জমানো টাকা দান করেছে, যেখানে একজন রিক্সা চালক তার বাজার করার টাকা বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যের জন্য অকাতরে দান করেছেন সেখানে একজন মানুষকে পিটিয়ে হত্যা করা কতটা নির্মম তা বর্ননা করার মত নয়। আমরা জাতী হিসেবে আজ লজ্জিত। মানুষ সামাজিক জীব। সমাজে, রাষ্ট্রে বসবাস করতে গিয়ে অন্যায় করবে এজন্যইতো আইন, বিচার,আদালত। নিজেরা পিটিয়ে হত্যা করলে আইন,আদালতের প্রয়োজন আছে বলে মনে হয়না। রাজনৈতিক পরিচয়ের কারনে হত্যা করা হলে, রাজনৈতিক দলের কি প্রয়োজন?
মহানবী হযরত মোহাম্মদ (স) মক্কাবাসীর অত্যাচার ও দারুন নদওয়ায় হত্যার সিদ্ধান্ত গৃহীত হওয়ায় মদীনায় হিজরত করেন। কয়েক বছর পর তিনি যখন মক্কা বিজয় করেন,তখন একজন সাহাবী বললেন, ” আজ কঠোর প্রতিশোধ নেওয়ার দিন” যখন রাসূর (স.) এ বাক্যটি শুনলেন, তখন তিনি বললেন, বাক্যটি পরিবর্তন করে এভাবে বল “আজ পরম ক্ষমার দিন”।
সকল ধর্মের,বর্ণের, দলের এবং জাতের মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি দিয়ে ভালোবাসতে পারলেই বিশ্বে প্রকৃত শান্তি ও সুখ প্রতিষ্ঠিত হবে।