ওমর ফারুক রনি,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ১৪ মার্চ মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াসিউল হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারিয়াপুর হাজী ওসমান গণি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, খোর্দমালিবাড়ি স্কুলের প্রধান শিক্ষক রফিকুল আলম,প্রতিষ্ঠানের সভাপতি, অবিভাবক সদস্য, তৌহিদুল হাসান স্বপন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন ও জোড়া কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উন্মুক্ত সুযোগ করে দিয়েছে সরকার।প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে তোমাদের অংশীদারিত্বের সমন্বয় করে চলতে হবে।
অবশ্যই খেয়াল রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করছি সেটা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। শুধু পড়া লেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। এসব কর্মকাণ্ড উন্নত জাতি গঠনে সহায়ক ভূমিকা যেমন রাখে, তেমনি তোমাদের শরীর ও মনকে সতেজ রাখবে। সেইসাথে তোমাদেরকে অবশ্যই বঙ্গবন্ধু,ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ দেশের সঠিক ইতিহাস জানতে হবে এবং শৃঙ্খলার সাথে জীবন পরিচালিত করতে হবে।
তিনি আরোও বলেন,মাননীয় প্রধান মন্ত্রী ২০৪১ সালের যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নদেছেন তোমারই হবে সেই স্মার্ট বাংলাদেশের ধারক ও বাহক।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।