আমি নৌকার মাঝির বিরুদ্ধে, নৌকার নয়: ব্যারিস্টার সুমন
রিপোর্টার নামঃ
-
আপডেট সময়
বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
-
১০৮
বার পঠিত
হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমি নৌকার বিরুদ্ধে না। আমি নৌকার মাঝির বিরুদ্ধে।
ব্যারিস্টার সুমন বলেন, নির্বাচনে জয়ী হলে মানুষ আমার মাধবপুরকে চিনবে ফুটবলের এলাকা হিসেবে। ফাইল ছবি
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সৈয়দ সায়েদুল হক সুমন বলেন,
খেলা হচ্ছে বন্ধু-বন্ধুতে, আওয়ামী লীগ-আওয়ামী লীগে না। বিএনপি যদি ভোটে আসতো, তাহলে স্বতন্ত্র প্রার্থী হতাম না। আমি নৌকার বিরুদ্ধে না। আমি নৌকার মাঝির বিরুদ্ধে। আমি শেখ হাসিনার অনুমোদিত স্বতন্ত্র প্রার্থী।
তিনি বলেন, বিএনপির জন্য দুঃখ লাগে, তারা নির্বাচনে আসলো না। জনপ্রিয়তা থাকলে ভোটে আসলেই মানুষের মন জয় করা যায়। আমি নিজেই তার প্রমাণ। সেদিক বিবেচনা করলে আমার নির্বাচনে আসার উদ্দেশ্য সফল।
এ সময় ব্যারিস্টার সুমন বলেন, নির্বাচনে জয়ী হলে মানুষ আমার মাধবপুরকে চিনবে ফুটবলের এলাকা হিসেবে। ওয়ার্ডে ওয়ার্ডে আমি খেলার মাঠ করে দেব। সেখানে বাচ্চারা মাগনা মাগনা ফুটবল খেলবে। আমার আসনে আমি কমপক্ষে ৫০ লাখ ফল গাছ লাগাব। মানুষ আকাশের দিকে তাকালেই চিনবে, এটা ব্যারিস্টার সুমনের এলাকা।
আওয়ামী প্রার্থী মাহাবুব আলীর বিরুদ্ধে অভিযোগ দিয়ে সুমন বলেন, তিনি প্রতিদিন নির্বাচনী আইন ভঙ্গ করছেন। আমি নির্বাচন কমিশনে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি।ভোটারদের ভোটের দিন কেন্দ্র পাহাড়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা ৭ জানুয়ারি ৭ ঘণ্টা কেন্দ্র পাহাড়া দেবেন। আমি ৫ বছর আপনাদের পাহাড়া দিয়ে রাখব। আর এমপি হলে শুধু নারী-শিশু নির্যাতন না, পশুপাখি নির্যাতনকারীদের বিরুদ্ধেও আমি শক্ত ব্যবস্থা নেব।
সাংবাদ পড়ুন ও শেয়ার করুন
আরো জনপ্রিয় সংবাদ