শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা বীরতারায় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এখন কৃষক দলের সাধারণ সম্পাদক কালিগঞ্জের বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল মাইক্রোবাস সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪ ও পুরস্কার বিতরণ সালথায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার গলায় ফাঁস দিয়ে গরু ব্যবসায়ী’র আত্মহত্যা কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে বিএনপি নেতা শামছুল হকের বিরুদ্ধে বানোয়াট অপপ্রচারের অভিযোগ শরীয়তপুরে এ্যাড.জামাল শরীফ হিরোর জানাজা সম্পন্ন

আরেক অর্জন: নিয়ন্ত্রিত হতে যাচ্ছে দ্রব্য মূল্য

আলী আজীম, মোংলা (বাগেরহাট)
  • আপডেট সময় শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৬৫ বার পঠিত

 

কাজী আবেদ হোসেন,
যুগ্মসচিব ও সদস্য (অর্থ) মবক, মোংলা।

আলী আজীম, মোংলা (বাগেরহাট)

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন হয়েছে। সরকারের অনুমোদনের জন্য তা এখন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। মোংলা বন্দরের সদস্য কাজী আবেদ হোসেন (যুগ্মসচিব) এ মডেল দেন। তিনি ২০০৩ সালে বান্দারবানের পর্যটন স্পট নীলাচলের আবিস্কারক। তিনি প্রজননের সময় ইলিশমাছ না ধরার মডেল সৃষ্টি করেন এবং ০২ টি উপজেলায় ৫ বছর এ মডেল বাস্তবায়ন করে ২০০৯ সালে জাতীয় স্বর্ণপদক পান। এ মডেল ২০১১ থেকে সারাদেশে প্রতিষ্ঠিত ও চলমান।

দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের মডেলটিতে সরকারের অর্থ ব্যয় হবে না; অতিরিক্ত জনবলের প্রয়োজন নেই। তাৎক্ষণিক বাস্তবায়ন সম্ভব। রূপরেখা সংক্ষেপে নিম্নরূপ:

২টি কমিটি হবে-

১)আবু-সাঈদ কমিটি: সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও উপজেলার প্রতিটি হাটের সভাপতি ও সেক্রেটারি সদস্য হবেন;
২) মুগ্ধ কমিটি: উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

বাস্তবায়ন পদ্ধতি:

ক) নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তালিকা হবে ;
খ) কর্মকর্তা/কর্মচারিদের রুটিন করে দায়িত্ব দেয়া হবে। গ্রামের হাট থেকে মৌলিক মূল্য সংগ্রহ করবেন তারা;
গ) প্রতিটি পণ্যের গড়মূল্যের উপর “আবু-সাঈদ কমিটি” উপজেলার মূল্য নির্ধারণ করবে; উপজেলার বাজারের সভাপতি সেক্রেটারির উপস্থিতিতে মূল্য নির্ধারিত হবে বিধায় বিক্রেতারা আশ্বস্ত থাকবেন;
ঘ) উপজেলার বাজারের দৃশ্যমান স্থানে সাইন বোর্ডে মূল্য তালিকা ২৪ ঘন্টা প্রদর্শিত হবে;
ঙ) বিক্রেতাকে অবশ্যই তার পণ্যের সরকারি দর সাইনবোর্ডে দেখে বাজারে বিক্রি করতে হবে। যেমন- টমেটো ১৭ টাকা থেকে ২১ টাকা;
চ) সিভিল পোষাকে “মুগ্ধ কমিটির” সদস্যরা বাজারে বিচ্ছিন্নভাবে লক্ষ্য রাখবেন। ব্যত্যয় হলে মোবাইল কোর্ট।

নিয়ন্ত্রিত হবে ৪৮৫ টি বা সকল উপজেলায় দ্রব্য মূল্য।

জেলা ও বিভাগ:

ক) জেলা ও বা বিভাগীয় শহরকে কয়েকটি অঞ্চলে ভাগ করতে হবে;
খ) ইউএনও সরকারি মূল্য তালিকা ই-মেইলে জেলা প্রশাসক বরাবর পাঠাবেন;
গ) গড় মূল্যের উপর আবু-সাঈদ কমিটি জেলার বা বিভাগীয় শহরের মূল্য নির্ধারণ করবে বাজারের সভাপতি সেক্রেটারিদের উপস্থিতিতে;
ঘ) উপজেলার বাস্তবায়ন পদ্ধতিতে জেলায় নিয়ন্ত্রণ হবে।

নিয়ন্ত্রিত হবে ৬৪ জেলা ও বিভাগীয় শহরে দ্রব্য মূল্য

ঢাকা ও চট্টগ্রাম:

ক) অনেকগুলি অঞ্চলে বিভক্ত হবে বাজারগুলি;
খ) দেশের জেলার মূল্যের উপর গড়মূল্য হবে;
গ) পরিবহন ও লাভ বিবেচনায় “আবু-সাঈদ কমিটি” মূল্য নির্ধারণ করবে বাজারের সভাপতি-সেক্রেটারিগণের উপস্থিতি;
ঘ) প্রয়োজনে সিটি কর্পোরেশনের ও জেলা প্রশাসনের মধ্যে সমন্বয় হবে।

নিয়ন্ত্রিত হবে সারাদেশে দ্রব্য মূল্য
আরও থাকবে-

১) উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম থেকে মালগাড়িতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য রাত ২:৩০টার মধ্যে ঢাকায় আসবে। যানজট এড়াতে ভোর ৬ টার মধ্যে ট্রাকে করে সব বাজারে পণ্য যাবে। মালগাড়িতে পরিবহনে কোন ভাড়া দিতে হবে না;
২) পচনশীল পণ্যের ট্রাকে কোন টোল দিতে হবে না;
৩) মাছ, মুরগীর খাবার তৈরির ফ্যাক্টরিতে ভুর্তুকি।

সরকারের অনুমোদন হলে এ মডেলের অনুসরণে গুদামজাতকৃত, আমদানিকৃত ও অন্যান্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ পরবর্তীতে প্রণীত হবে।

আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।