আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধিঃ
কাতার বিশ্বকাপ ২০২২ মঙ্গলবার সৌদিআরব নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ২–১ গোলে হারিয়েছে। সেই আনন্দে আত্মহারা হয়েছে সৌদিআরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকেরাও।এতে করে সৌদি আরবের রাস্তায় নেমে উল্লাস ও আনন্দ মিছিল করছেন বাংলাদেশি সকল শ্রেণীর প্রবাসীরা। সঙ্গে আনন্দ ভাগ করতে যোগ দিয়েছেন অন্যান্য দেশের প্রবাসীরাও ।
আজ মঙ্গলবার সৌদিআরবের সময় দুপুর ১টার দিকে আর্জেন্টিনা বনাম সৌদি আরব কাতার বিশ্বকাপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আর্জেন্টিনা দলের পরাজয় নিশ্চিত হওয়ার পরপরই বহু প্রবাসী শ্রমিক রাস্তায় নেমে আনন্দ মিছিল করেন।এতে বাংলাদেশিসহ অন্যান্য দেশের প্রবাসী শ্রমিকেরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন এবং বিজয় মিছিল করেন।
সৌদি আরব প্রবাসী কবির বেপারী বলেন, সৌদি আরব যখন আর্জেন্টিনাকে ২-১ পরাজিত করে তখন আমরা হাজার হাজার শ্রমিকেরা রাস্তায় নেমে পড়ি এবং আনন্দ মিছিল করি ।
মো: ইব্রাহিম নামে অপর এক প্রবাসী ব্যবসায়ী বলেন,আমরা দীর্ঘদিন যাবত সৌদি আরব আছি। সৌদি আরবকে আমরা মনে প্রাণে ভালোবাসি। আর্জেন্টিনারকে সৌদি আরব হারিয়ে দেবে এটা অবিশ্বাস্য ছিল।
উল্লেখ্য যে আজ সৌদিআরবে ফুটবল খেলা দেখার জন্য প্রায় সকল স্থানের কর্মীদের তিন ঘণ্টা ছুটি দিয়েছে।