প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৯:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৪, ১১:৫৭ এ.এম
আর্থিক অভাব অনটনে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে ছেলে টি
লিটন মাহমুদ, মু্ন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রশুনিয়ায় গ্রামের মো: মোহন মৃধার বার বছরের ছেলে মোঃ আহাদ মৃধার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বর্তমানে আর্থিক অভাব অনটনে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে শিশুটি। এ অবস্থায় সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে আহাদ মৃধার পরিবার।
জানা গেছে, মোঃ আহাদ মৃধা চিকিৎসার জন্য ১০থেকে প্রায়ই ১৪ লাখ টাকা প্রয়োজন। কিন্তু মোঃ আহাদ মৃধা পিতা একজন কৃষক । কৃষি কাজ করে এ ব্যয়ভার বহন করার সক্ষমতা নেই। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা প্রায় বন্ধ হয়ে আছে শিশুটির। তাই, মোঃ আহাদ মৃধার পরিবার সমাজের বিত্তবান, প্রবাসীসহ হৃদয়বান ব্যক্তিদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।
শিশুটির বর্তমান অবস্থা সম্পর্কে রশুনিয়ায় এলাকা মায়ের দোয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মোঃ শাহজালাল পান কবিরাজ জানান, দুই টা কিডনি পুরো নষ্ট হয়ে গেছে । অনেক বড় হয়ে গেছে। আমি এই ছেলে টা চিকিৎসা জন্য যতটুকু পারছি করছি। আমি সমাজের বিত্তবানদের এগিয়ে আশার জন্য আহ্বান করছি।
আহাদ মৃধা বাবা মোহন মৃধাজানান, কৃষি কাজ করে কোনোমতে পরিবার নিয়ে বেঁচে আছি । এ অবস্থায় আমার ছেলে আহাদ মৃধার চিকিৎসা করানো আমার কাছে অসম্ভব হয়ে গেছে। দিন যত যাচ্ছে আমার সন্তান আহাদের অবস্থা ততই খারাপ হচ্ছে আমি বাবা হয়ে কছুই করতে পারতাছিনা তাই বিত্তবান, প্রবাসীসহ সহৃদয়বান ব্যক্তিদের কাছে আমার আবেদন আমার ছেলে কে বাঁচান বাঁচাতে এগিয়ে আসুন। একটি সন্তান বাচার আশায় আপনার আপনাদের কাছে হাত পেতেআছে সে বাচতে চায়।
মোঃ আহাদ মৃধা , পিতাঃ মোহন মৃধা
বর্তমান ঠিকানা– গ্ৰামঃ রশুনিয়ায় থানা ও উপজেলা সিরাজদিখান ।
সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ– আহাদ মৃধা বাবা মো: মোহন মৃধা, ফোন :
০১৯১৭২৫৭৪১৪
(বিকাশ ও নগদ অ্যাকাউন্ট), (বিকাশ পার্সোনাল)।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com