আলী আজীম,মোংলা (বাগেরহাট):
মোংলায় জোরপূর্বক কৃষি ও মৎস্য জমি দখল করার অভিযোগ উঠেছে এক আ’লীগ নেতার বিরুদ্ধে। উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আঃ সালাম শেখের বিরুদ্ধে এই অভিযোগ। এদিকে এর প্রতিবাদে শত শত ভুক্তভোগি নারী পুরুষ উপজেলার মূল ফটকে রবিবার (১৯ মার্চ) সকালে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। এদিন মানববন্ধনে আসা অনেকের হাতে আঃ সালাম ভূমিদস্যু, নারী নির্যাতনকারী ও মোবাইল চোর লেখা একাধিক প্লেকার্ড দেখা যায়। পরে মানববন্ধ শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আঃ সালামের বিরুদ্ধে অভিযোগ এনে একটি স্মারকলিপি দেয় ভূক্তভোগি এলাকাবাসী।
ভূক্তভোগিরা এময় অভিযোগ করেন, আঃ সালাম একজন চিহ্নিত ভূমিদস্যু। সে এলাকার অনেক জমি জোরপূর্বক দখলে নিয়ে মাছ চাষ করছে। সুন্দরবন ইউনিয়নের জনৈক নজরুল হাওলাদার, হেমায়েত হাওলাদার, আঃ রশিদ, তৈয়বুর রহমান, ফজলু ও ইউসুফ আলীসহ একাধিক লোকের প্রায় ১০০ একর কৃষি ও মৎস্য জমি জোরপূর্বক দখলে নিয়ে নিজের কব্জায় রাখে। দীর্ঘদিন জবর দখলে রাখা এই জমি ফেরত এবং জমির হাড়ির টাকা চাইতে গেলে তাদেরকে নানা রকম ভয়বীতি ও হুমকি দিয়ে আসছে বলেও অভিযোগ করেন তারা।
জানতে চাইলে এবিষয়ে আঃ সালামের দাবি, ‘সে কারও জমি জোরপূর্বক দখলে নেয়নি। হাড়ির টাকা পরিষোধ করেই সে কৃষি ও মৎস্য জমি ভোগ করছেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর দাশ বলেন, আঃ সালামের বিরুদ্ধে আগেও অভিযোগ পেয়েছেন। দুই পক্ষকে ডেকে এ বিষয়ে সমাধান করা হবে।