মোহাম্মদঃ আতিক উল্লাহ চৌধুরী
বৃহত্তর চট্টলার কল্যাণমুখী সমাজ বিনির্মানে নিবেদিত ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবা মূলক সংগঠন আল আমিন সংস্থা র উদ্দ্যোগে তিনদিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী ৩০,৩১ও ১লা নভেম্বর(২৪) বুধ, বৃহস্পতি ও জুমাবার প্রত্যহ বেলা দুই ঘটিকা হতে আল আমিন সংস্থা র ব্যাবস্তাপনায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এতে তাকরীর পেশ করবেন দেশের আন্তর্জাতিক খ্যাতিমান ইসলামিক স্কলার, প্রখ্যাত মুফাসসিরীনে কেরাম, আলেম ওলামা, পীর মশায়েখ গণ।
বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহী আল আমিন সংস্থা র ঐতিহাসিক তাফসির মাহফিলটির জনপ্রিয়তা ও গুরুত্ব সর্বসাধারণের নিকট সমাদৃত। যার কারণে এই মাহফিল টি শ্রবণের জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুণতে থাকেন। তাছাড়া আল আমিন সংস্থা র ঐতিহাসিক তাফসির মাহফিল টা বর্তমান সময়ে চট্টগ্রামের সর্ব বৃহৎ মাহফিল হিসেবে পরিণত হয়েছে।। মাহফিলটি চট্টগ্রামের উপজেলা গুলোর মধ্যে সীমাবদ্ধ নেই
শুধু চট্টগ্রাম নয়, চট্টগ্রামের বাহিরে থেকে এমনকি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকেও অনেক মানুষজন এই মাহফিলে এসে থাকেন। তারা আসেন কুরআনের টানে, দ্বীনের নিসবতে, ঈমানী নিসবতে। এ দৃশ্য, এ মানযার চলে আসছে বহু বছর ধরেই। আর এ কারণেই আল-আমিন সংস্থার মাহফিলটি বাংলাদেশের একটি ধর্মীয় ঐতিহ্যের অংশে পরিণত হয়েছে।
এতে সকলের প্রতি দ্বীনি দাওয়াত দিয়েছেন মাহফিল বাস্তবায়ন কমিটি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।