শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ

আশাশুনিতে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নত করন রোভিং সেমিনার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৪২০ বার পঠিত

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

আশাশুনিতে আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নত করন প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ রোভিং সেমিনারের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
উপসহকারি কৃষি কূ দীপক কুমার মল্লিকের পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস-চেয়ারম্যান মোসলেমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান। বক্তারা এসময় কৃষিতে আগাম আবহবার্তা সরবরাহের মাধ্যমে ফসলের ক্ষয়-ক্ষতি রোধকল্পে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সেমিনারে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০জন কৃষান-কৃষানী উপস্থিত ছিলেন। আয়োজিত সেমিনারে আশাশুনি উপজেলায় বরাদ্দকৃত বাজেট সম্পর্কে জানতে চাইলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা রাজিবুল হাসান বলেন, তথ্য অধিকার আইনে আবেদন করে বরাদ্দকৃত বাজেটের পরিমাণ জানতে পারবেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।