আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
আশাশুনিতে আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নত করন প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ রোভিং সেমিনারের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
উপসহকারি কৃষি কূ দীপক কুমার মল্লিকের পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস-চেয়ারম্যান মোসলেমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান। বক্তারা এসময় কৃষিতে আগাম আবহবার্তা সরবরাহের মাধ্যমে ফসলের ক্ষয়-ক্ষতি রোধকল্পে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সেমিনারে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০জন কৃষান-কৃষানী উপস্থিত ছিলেন। আয়োজিত সেমিনারে আশাশুনি উপজেলায় বরাদ্দকৃত বাজেট সম্পর্কে জানতে চাইলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা রাজিবুল হাসান বলেন, তথ্য অধিকার আইনে আবেদন করে বরাদ্দকৃত বাজেটের পরিমাণ জানতে পারবেন।