এস এম.নেওয়াজ শরীফ সুমন, সাতক্ষীরা জেলা প্রতিনিধঃ
আজ ২৩/৭/২০২২ইং রোজ শনিবার, উন্নয়ন প্রচেষ্টার প্রসপারিট প্রকল্পের আশাশুনি বড়দল ইউনিয়নে FCDO শাখার আওতায় দক্ষিণ বড়দল কমিউনিটি ক্লিনিকে গাইনী ও শিশু বিষয়ক ডাক্তার দ্বারা স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।
স্বাস্থ্য ক্যাম্পে রোগী দেখেন ডাক্তার কৃষ্ণা বসাক, ডাক্তার দীপন বিশ্বাস, ডাক্তার বিশ্বজীত কুমার বছাড়,ডাক্তার মোস্তফা নাহিয়ান, ডাক্তার মিনাক কুমার বিশ্বাস। উক্ত স্বাস্থ্য ক্যাম্পে মোট ১৭৫জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে সমন্বয় করে স্বাস্থ্য ক্যাম্পে মহিলা রোগীদের ভায়া টেস্ট করা হয়,রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ ও ন্যাপকিন বিতরণ করা হয়।
এ সময় স্বাস্থ্য ক্যাম্পে সংস্থার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার প্রসপারিটি প্রকল্পের সমন্বয়কারী হুমায়ুন কবির, ট্যাকনিকাল অফিসার (নিউট্রিশন) আব্দুল মতিন, ট্যাকনিক্যাল অফিসার (লাইভলিহুড) বশিরুল ইসলাম, এটিও-নিউট্রেশন মোঃ ওসমান শেখ ও মোঃ হাবিবুল্লাহ, মোঃ শহিদুল ইসলাম (এমএইএস)