আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
আশাশুনিতে মোবাইল পরিচালনা করে অপদ্রব্য পুশকৃত ৫০ কেজি বাগদা চিংড়ী বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে মোবাইল কোর্ট পরিচালা করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে চিংড়ীতে পুশ বিরোধী মোবাইল কোর্ট/অভিযান পরিচালনার সিদ্ধান্ত্ম অনুযায়ী উপজেলার সদরের শীতলপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মোস্তাফিজুর রহমান অভিযান পরিচালনা করে শীতলপুর গ্রামের ডিপো মালিক সহিব গাজীর ডিপো থেকে পুশকৃত ৫০ কেজি বাগদা চিংড়ী জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত মাছ বিনষ্টের আদেশ করেন। জব্দকৃত মাছ মানিকখালী ব্রীজের উপর থেকে খোলপেটুয়া নদীতে ফেলে দিয়ে বিনষ্ট করা হয়। এসময় সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্ত্মাফিজুর রহামন, উপজেলার মেরিন ফিসারিজ অফিসার রত্না সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।