আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
আশাশুনি-সাতক্ষীরা সড়কে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই ওমরা হজ্ব যাত্রী নিহত ও অপর ৩ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ৭.৩০ টার দিকে সড়কের বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া তেঁতুলতলা ঈদগাহ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাইকগাছা উপজেলার গজালিয়া ইউনিয়নের মৃত আরশাদ সরদারের স্ত্রী ফজিলা খাতুন (৬০) এবং একই উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন (৪৫)। এরা দুজনই পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পাইকগাছা উপজেলার মিজানুর রহমান (৪৭), রেশমা খাতুন (৩৯), আছিয়া খাতুন (৫৫), হুমায়ুন কবির (৪৮) ও ফজিলা খাতুন (৬০) পাইকগাছা থেকে ইজিবাইকে সাতক্ষীরা যাচ্ছিলেন। ঘটনাস্থান নওয়াপাড়া ঈদগাহ মোড়ে পৌছলে সাতক্ষীরার দিক থেকে ছেড়ে আসা মাছ বহনকারী পিক আপ (ঢাকা মেট্রো-ন- ১৯-৫৫৬০) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফজিলা খাতুন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেলে নেয়ার পথে আছিয়া খাতুন মারা যায়। আশাশুনি থানার এএসআই মহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্ট শেষ করেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিত কুমার অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইজিবাইক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। পিকআপটি আটক করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।