আহসান উল্লাহ বাবলু, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের হেতাইলবুনিয়ায় স্বামীকে চেতনানাশক ঔষধ খাইয়ে দুই সন্তানের মা চামেলী রায় (২৬)কে নিয়ে উধাও হয়েগেছে একই গ্রামের রবীন্দ্রনাথ গাইন এর ছেলে বাদল গাইন (২৩)। এ ঘটনায় স্থানীয় সাবেক ইউপি সদস্য নীলকণ্ঠ গাইনের ছেলে রবীন্দ্রনাথ গাইন ও হিরণ গাইনসহ চারজনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হেতাইলবুনিয়া গ্রামের নিরাপদ গাইন এর ছেলে অভিযুক্ত চামেলী রায় এর স্বামী বিশ্বজিৎ গাইন এর দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, সে মাদুরের ব্যবসা করার জন্য অধিকাংশ সময় এলাকার বাহিরে থাকে। সেই সুযোগে তার স্ত্রীর সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করিয়া অনৈতিক কাজে লিপ্ত হয়। শনিবার দিবাগত রাত ১০টার দিকে বিশ্বজিৎ গাইনসহ তার দুই মেয়ে ঘুমিয়ে পড়ে। তার মেয়ে বন্যা (৮) ঘুম থেকে জেগে দেখে তার মা পাশে নাই। তখন সে চিৎকার চেচামেচি করলে বাদল গাইন এর বাবাসহ মা নবিতা (৫০) ঘরে এসে দেখে তার স্ত্রী পাশে নেই এবং সে অচেতন অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে দেখে ঘরের বাক্সের তালা ভাঙ্গা বাক্সের ভিতরে তার ব্যবসার সঞ্চিত ৫০হাজার টাকা এবং স্বর্ণের চেইন, আংটি, রুলি ও কানের সর্বমোট ৩ভরি ওজনের স্বর্ণালঙ্কার যার মূল্য দুই লক্ষ ১০হাজার টাকা। মাকে উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন মেয়ে বন্যা।