আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা প্রতিনিধি: আশাশুনি সাতক্ষীরা সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় এক গ্রাম ডাক্তার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ জুলাই) বিকাল ৪.৩০ টার দিকে সড়কের দক্ষিণ চাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী গ্রামের জীবন সানার ছেলে, বর্তমান আশাশুনি সদর গ্রামে বসবাসকারী ও আশাশুনি বাজারে প্রাকটিসকারী গ্রাম ডাক্তার আশুতোশ রায় (৫৫) বুধহাটার দিক থেকে নিজের মোটর সাইকেল চালিয়ে আশাশুনি আসতেছিলেন। বিকাল ৪.৩০ টার দিকে সড়কের চিলেডাঙ্গা মোড় পার হয়ে দঃ চাপড়া গ্রামে ঢোকার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বৈদ্যুতিক জোড়া খুঁটির সাথে দ্রম্নতগতির মোটর সাইকেল ধক্কা লাগে। ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। খবর পেয়ে আশাশুনি থানা পুলিশ ও আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করেন। দুর্ঘটনায় নিহতের মাথার হেলমেট ও মোটর সাইকেল দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।
আশাশুনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন বৈদু্যতিক খুঁটির সাথে ধাক্কা লেগে একজনের মৃতু্য হয়েছে। তাকে উদ্ধার করে পুলিশের মাধ্যমে তার পরিবারের কাছে হস্ত্মান্ত্মর করা হয়েছে।
উলেস্নখ্য, আশুতোষ রায় ৯০ দশকের পর থেকে আশাশুনি উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি কিছুদিন সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। মৃতু্যকালে তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।