নিজস্ব প্রতিনিধিঃ
ইউটিউব ও ফেসবুকে ঝড় তুলতে যাচ্ছে হাসিবুর রহমান হৃদয় ওরফে এইচ আর হৃদয়ের গাওয়া বেঈমান মাইয়া শিরোনামের গান। গানের শব্দমালা গুলো প্রেমিক হৃদয় ছুয়ে যেতে সহয়তা করছে। যৌবনে কাউকে মনের গভীর থেকে ভালোলাগার মানুষটি যখন ধরা দিতে চেয়ে,খাচা শুণ্য করে চলে যায়, তখন প্রেমিক হৃদয় আহত পাখির মত জীবনকাল মনের গহীনে ডানা ঝাপটিয়ে রক্ত ক্ষরণ তুলেন, কিন্তু তা দেখানো বা বলার উপযোগিতা হারায় অদম্য প্রেম বাসনায়।গানের কথা,সুর ও অভিনয় শৈলীর মাধ্যমে এমন চিত্রই ফুটে উঠেছে। গান টি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। গানের রচয়িতা,অভিনেতা ও সকল কলা-কৌশলীদের প্রশংসায় ভাসাচ্ছেন শ্রোতামহল । গানটির পরিচালনা করেছেন,নুহ আলম বিপ্লব,কম্পোজ জেএল নায়েম,সিনেমাটোগ্রাফী মফিজুল ইসলাম,ডিরেকশনে রাইসুল ইসলাম। ইউটিউব চ্যানেল আজ মেরি মিডিয়ায় গানটি প্রচার করা হয়।