ডেস্ক রিপোর্টঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য নিপা চক্রবর্তীর জনপ্রিয়তার কাছে তার বিরুদ্ধে অনাস্থার সকল ষড়যন্ত্র ধুলিষ্যৎ হয়েছে।
সূত্রে জানায়,গত (বুধবার) ২ আগষ্ট রাতে মুন্সিগজ্ঞ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য নিপা রানীর নির্বাচনী বিপক্ষ বাসিন্দাদের নিয়ে ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল কাগুজী জেলেখালী বাজারে জরুরী সভার আয়োজন করেন। তিনি ঘরোয়া সভায় ষড়যন্ত্র করে নিপা রানীর নির্বাচনী প্রতিপক্ষ তারকচন্দ্র মন্ডল, নির্মল মন্ডল, চন্দন মিস্ত্রি, জীবীতেষ গায়েন, আব্দুল্যাহ আল মাসুদ, মোস্তাক আহমেদ সাইফুল ইসলাম, রঞ্জন রপ্তান, শ্যামল মিস্ত্রি মনোরঞ্জন গায়েন সহ মাত্র ১৫/২০ জনকে নিয়ে অনাস্থার ষড়যন্ত্র করে রেজুলেশন করেন। বিষয়টি মিডিয়া সহ এলাকায় জানাজানি হওয়ার সাথে সাথে এলাকাবাসী র মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করে।
এলাকাবাসী জানান-" ইউপি সদস্য নিপা রানীর বিরুদ্ধে কোন অভিযোগ আমাদের নেই এবং অনাস্থাও নেই। নিপা চক্রবর্তীর সাথে নির্বাচনে হেরে যেয়ে তার প্রতিপক্ষরা এমন ষড়যন্ত্র করেছে। নিপা চক্রবর্তী নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে ভালো কার্যক্রম দিয়ে অল্প সময়ে সকলের মন জয় করে নিয়েছেন। একজন সুনামধন্য ইউপি সদস্যা নিপা চক্রবর্তী। তিনি ভোর থেকে রাত পর্যন্ত জনগণের কল্যানে কাজ করে যাচ্ছেন। জনগণের দাবি তুলে ধরেন উপর মহলে।
উপজেলা থেকে জনসাধারণের কল্যানে যে প্রকল্পগুলো আসে এর শতভাগ সাধারণ মানুষের মাঝে সমবন্টন করে থাকেন। নিপা চক্রবর্তী যে কয়দিন ইউপি সদস্যা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এরই মধ্যে জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সরজমিনে জানা গেছে, ইউপি সদস্য নিপা চক্রবর্তী তার ৩টি ওয়ার্ডে সরকারের যে সুযোগ সুবিধাগুলো আসে সেগুলো দলমত নির্বিশেষে অসহায় মানুষের কাছে পৌছে দেন তিনি। জনগণের হয়রানি বন্ধে তিনি নিজের নির্বাচনী এলাকায় ক্ষমতা পাওয়ার পর থেকে জনগনের দ্বায়িত্ব পালনে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর নিয়ে থাকেন। এর ফলে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এই বিষয়ে কয়েকজন এলাকা বাসি জানান, আমরা নিপা চক্রবর্তীর মত একজন জনপ্রতিনিধি পেয়ে গর্বিত। কারন তিনি আমাদের সময়ে অসময়ে বিপদে আপদে পাশে এসে সহযোগী করে থাকেন।
এই বিষয়ে ইউপি সদস্যা নিপা চক্রবর্তী বলেন, মানুষের সেবা করায় আমার ধর্ম। অসহায় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। সম্প্রতি তার বিরুদ্ধে নানা যড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি জনপ্রতিনিধি হিসেবে কেমন সেটা জনগণ জানে। দুই একজন আমার বিরোধীতা করলেও সৃষ্টি কর্তার আশীর্বাদে সাধারণ মানুষের সেবা করে যেতে চাই। নির্বাচনী এলাকার ৩ টি ওয়ার্ডের লোকজন তার পরিবারের মত। আমি এমন কোন কাজ করেনি যাতে আমার উপর মানুষ অনাস্থা প্রস্তাব দেয়। জনগনই সকল ষড়যন্ত্র রুখে দিবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।