আন্তর্জাতিক প্রতিবেদকঃ
ইতালি থেকে ‘বৈধপথে সর্বোচ্চ রেমিট্যান্স’ পাঠিয়ে বাংলাদেশ দূতাবাসের সম্মাননা পেয়েছেন ৫ প্রবাসী।
২০২২ এর জুলাই থেকে ২০২৩ এর জুন পর্যন্ত সময়সীমায় ব্যক্তি ও প্রতিষ্ঠান এ দুই ক্যাটেগরিতে এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- উদ্দিন জিয়া, মো. মাহফুজুল হক, মো. ওমর ফারুক, মেহনাস তাবাসসুম ও নিবাশ চক্রবর্তী।
মঙ্গলবার দেশটির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাসের হলরুমে তাদের হাতে সম্মাননা সনদ ও পদক তুলে দেওয়া হয়।
এ উপলক্ষ্যে দূতাবাস আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মনিরুল ইসলাম।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের গুরুত্ব অনেক। বৈধপথে রেমিট্যান্স পাঠালে দেশ ও নিজের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত থাকে।
সরকারের নির্দেশে প্রবাসীদের জন্য পেনশন স্কিম চালু, বিদেশে বসে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সংক্রান্ত সমস্যা সমাধানে দূতাবাস কাজ করে যাচ্ছে বলে জানান রাষ্ট্রদূত।
সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে প্রবাসী উদ্দিন জিয়া বলেন, বিদেশে বসে আমাদের কষ্টার্জিত অর্থ যেন বাংলাদেশে থাকা নিজ পরিবারের কাছে নিরাপদে পৌঁছাতে পারে, এজন্য আমরা সবাই বৈধভাবে রেমিট্যান্স পাঠাবো। এতে নিজেরা ও দেশ লাভবান হবে।
২০১৯ সালে চালু হওয়া এ সম্মাননা প্রতি বছর ১৮ ডিসেম্বর ‘আন্তর্জাতিক অভিবাসী দিবসে’ দেওয়ার কথা থাকলেও এবার বিলম্ব হয় বলে জানায় দূতাবাস কর্তৃপক্ষ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।