দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গত ১৭-২০ অক্টোবর ২০২৩ ইন্টারন্যাশনাল পুলিশ সামিট সিউল ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশসহ মোট ৩৫টি দেশের পুলিশ প্রধান/উপ-প্রধানরা অংশগ্রহণ করেন। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম।
দক্ষিণ কোরিয়া ন্যাশনাল পুলিশ প্রধান কমিশনার জেনারেল উন হি-কুন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন স্যুক ইউল।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল, Policing in the hyper-uncertainty edge: Proactive response toward future threats.
সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে ঘটিয়ে আন্তর্জাতিক সংহতি এবং সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক প্রেক্ষাপটে সমসাময়িক কালে চ্যালেঞ্জ সমূহ যেমন- সাইবার ক্রাইম, অর্গানাইজড ক্রাইম, মানি লন্ডারিং, ক্লাইমেট চেঞ্জ, টেরোরিজম প্রভৃতি অপরাধ দমনের কৌশল উপস্থাপিত হয়।
সম্মেলনে বিভিন্ন দেশের পুলিশ প্রধান/উপ-প্রধান ছাড়াও আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, জাতিসংঘের সাবেক মহাসচিব বান-কি মুন, কূটনীতিকবৃন্দ, ইন্টারপোলের প্রেসিডেন্ট ও জাতিসংঘ শান্তিরক্ষী পুলিশ ডিভিশনের প্রধান পুলিশ অ্যাডভাইজার। সম্মেলন চলাকালীন ইন্টারপোলসহ বিভিন্ন দেশের পুলিশ প্রধান/উপ-প্রধানদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের প্রতিনিধির সঙ্গে ইন্টারপোল এবং কোরিয়ান পুলিশের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ইন্টারপোলের সাথে আঞ্চলিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশের সুযোগ ও সম্ভাবনা নিয়ে ফলপ্রসু আলোচনা হয়। এছাড়াও কোরিয়ান পুলিশের সাথে সাইবার ক্রাইম, বিজ্ঞান ভিত্তিক তদন্ত প্রভৃতি ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির সহযোগিতা সংক্রান্তে আলোচনা হয় এবং ইতিবাচক সাড়া পাওয়া যায়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।