আকাশ সাহাঃ ফরিদপুর প্রতিনিধিঃ
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুর এর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মহান একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জেলার অম্বিকা মেমোরিয়াল হল মাঠ প্রাঙ্গনে শহীদ মিনারে বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুর।
এ সময় “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি” গানের সুর বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর সকলেই এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন,শ্রদ্ধা-ভালোবাসার ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি।
ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুর এর এডমিন সোহান মিয়ার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, ইয়ামাহার টেরিটোরি অফিসার ইফতেখারুল ইসলাম রেশাদ, সার্ভিস ইঞ্জিনিয়ার নাহিদ ইবনে হোসাইন সহ ইয়ামাহা রাইডারস ক্লাবের অন্যান্য মেম্বাররা। এসময় তারা পুষ্প অর্পণ শেষে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স শাখার মাঠে বাইক দিয়ে শহীদ মিনার এর প্রতিকৃতি তৈরি করেন।
এসময় গ্রুপ এডমিন সোহান মিয়া বলেন, আমরা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বাইক দিয়ে কিছু একটা করি শহীদদের প্রতি সম্মান জানিয়ে। গতবছর আমরা বাইক দিয়ে “অমর ২১” লিখেছিলাম এবং এইবার আমরা শহীদ মিনারের প্রতিকৃতি স্থাপন করেছি। ইয়ামাহা রাইডারস ক্লাব ফরিদপুরের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।