আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিবেদকঃ
ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সৌদি আরব যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আলোচনার ফলশ্রুতিতে দুই পক্ষের মধ্যে প্রায় ৯০০ বন্দি বিনিময়ের ঘটনা ঘটেছে।
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি ও সৌদি আরবের মধ্যে প্রথমবারের মতো এটাই বন্দি বিনিময়। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) জানিয়েছে, শুক্রবার (১৪ এপ্রিল) উভয় পক্ষের প্রায় ৯০০ বন্দিকে মুক্তি ও বিনিময় করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হুথিদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন এর বরাত জানা যায় যে, শুক্রবার দুপুরের দিকে প্রথম দু’টি ফ্লাইট একযোগে সরকার-নিয়ন্ত্রিত শহর এডেনে ৩৫ জন এবং হুথি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় ১২৫ জনকে নিয়ে অবতরণ করে।
বন্দি বিনিময়ের প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে থাকা ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) শুক্রবার (১৪ এপ্রিল) জানিয়েছে, বন্দিদের পরিবহনের জন্য সংস্থাটির বেশকিছু বিমান ব্যবহৃত হবে। ইয়েমেন এবং সৌদি আরবের ছয়টি শহরের মধ্যে বন্দিদের পৌছে দেয়ার কাজ করছে।
উল্লেখ্য,ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছেন। এ যুদ্ধকে সৌদি আরব ও ইরানের মধ্যে ‘প্রক্সি যুদ্ধ’ হিসাবে বিবেচনা করা হয়। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ২০১৪ সালে ক্ষমতাসীন সরকারকে হটিয়ে সানার দখল নেয়। পরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।