ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত ।
মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩রা মে শনিবার সকাল ৭:৩০মিনিটে দরগাবাড়ির সানাই কমিউনিটি সেন্টার , ইসলামী আন্দোলন বাংলাদেশ,মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসাইন লস্করপুরী সভাপতিত্বে, জেলা প্রশিক্ষন সম্পাদক এর সঞ্চালনায় দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট এম হাছিবুল ইসলাম ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,ইসলাম প্রতিষ্ঠার স্বার্থে দায়িত্বশীলদপর ত্যাগ কোরবানির সর্বোচ্চ পর্যায়ে দিতে হবে , যেখানে তো ত্যাগ আর কোরবানি নাই সেখানে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে না।
তিনি আরো বলেন , প্রত্যেক দায়িত্বশীলকে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে, সংগঠনের নিয়ম শৃঙ্খলা এর উপর অটল থেকে সকল দায়িত্বশীলকে ঐক্যবদ্ধভাবে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ছড়িয়ে পড়তে হবে ।
বিশেষ অতিথি এডভোকেট এম হাছিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, দায়িত্বশীলকে অবশ্যই ফাইলপত্র রেজিস্টার অন্যান্য কাগজপত্র যথাযথভাবে নিয়ম-শৃঙ্খ অনুযায়ী মেনটেইন করতে হবে।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা শাখার, সহ সভাপতি,মাও কাজী সোহরাব হোসাইন ফারুকী, সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন বেপারী সহ-সভাপতি ফারুক হোসেন হাওলাদার, সেক্রেটারী, গাজী মুহাম্মদ রফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী, মুফতি সানাউল্লা কাসেমী, এসিস্ট্যান্ট সেক্রেটারি , আলহাজ্ব মুনসুর আহমাদ মুসা, সাংগঠিক সম্পাদক, মুফতী মুজাহিদুল ইসলাম সাদেকী, প্রচার ও দাওয়াত বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ জসিম উদ্দিন অর্থ ও প্রকাশনা সম্পাদক ডা. মুহাম্মদ ওবায়দুল্লাহ সরদার, দফতর সম্পাদক, আব্দুল্লাহ মোহাম্মদ ফরহাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোঃ আজহারুল ইসলাম , ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ শামিম হোসেন
শিক্ষা ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক , মাও হামিদুর রহমান আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক , এডভোকেট মুহাম্মদ আবুল কালাম কৃশি ও শ্রম বিষয়ক সম্পাদক, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মহিলা ও পরিবার সম্পাদক, মুহাম্মদ দেলোয়ার হোসেন শিকদার ত্রান ও সমাজ কল্যান সম্পাদক, মুহাম্মদ মুসা ঢালী,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, মুহাম্মদ মাকসুদুর রহমান সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মৌলুবী আল-আমিন সরকার স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক ডা. ইরফান আলী,সম্পাদক সহ সংগঠনিক,আলী আজগর খান রিপন, সম্পাদক সহ প্রচার ও দাওয়াহ মুহাম্মাদ মুরসালিন,সহ প্রশিক্ষণ সম্পাদক , মুফতি আব্দুল্লাহ মাহবুব কাসেমী , সহ দপ্তর সম্পাদক বাহাদুর শাহ তানভীর সদস্য , মাওলানা আব্দুল জলিল খান, সদস্য মাস্টার মোঃ দুলাল সদস্য মোহাম্মদ কাউসার আহমদ ।
তথ্যটি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ বি. সম্পাদক গাজী মোঃ জসিম উদ্দিন