আলী আজীম, মোংলা (বাগেরহাট)
ঈদকে সামনে রেখে জনসাধারণের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে লঞ্চ, খেয়া ও ফেরি ঘাটগুলোতে টহল শুরু করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ সকল ক্যাম্প, স্টেশন ও গুরুত্বপূর্ণ স্পটসমূহে এ টহল শুরু করা হয়।
কোস্টগার্ডের টহল দেওয়া চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্থানগুলো হচ্ছে- রূপসা, কয়রা, নলিয়ান, মোংলা, শরণখোলা ও কৈখালী অঞ্চলের লঞ্চ, খেয়া ও ফেরি ঘাটসমূহ।
এ সময় জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি, বোট তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম শুরু করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসীর ইবনে মহসীন এ তথ্য নিশ্চিত করে জানান, তাদের এ কার্যক্রম প্রতিদিন এবং ২৪ ঘণ্টাই অব্যাহত আছে।
এছাড়া, ঈদ-উল-ফিতর পরবর্তী সময়ে যেন যাত্রীসাধারণ নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে, সে পর্যন্ত এ টহল অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।