আকাশ সাহাঃ ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
প্রতি বছর এর মত এইবারও ঈদে রেভ অন দ্যা গো
সার্ভিস ক্যাম্পেইন এর মাধ্যমে বাইকারদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সারাদেশব্যাপী ৭ টি ভিন্ন ভিন্ন হাইওয়ে লোকেশনে থাকছে টিম ইয়ামাহা । এই ক্যাম্পেইনে ইয়ামাহা ইউজার ছাড়াও অন্য সকল ব্র্যান্ড এর বাইক ইউজাররা সার্ভিস সাপোর্ট নিতে পারবেন, যার মাধ্যমে নির্বিঘ্ন এবং আনন্দময় ঈদ যাত্রা নিশ্চিত হবে সকল বাইকারদের। এছাড়াও বাইকারদের জন্য যাত্রা পথের বিশ্রাম সহ ইফতার এর ব্যবস্থা রেখেছে । ফরিদপুর এর রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন মেসার্স দেলোয়ার হোসেন মিয়া ফিলিং স্টেশনে রোডের পাশেই চলছে এই সার্ভিস ক্যাম্পেইনটি।
উক্ত সার্ভিস ক্যাম্পেইন এর দায়িত্বরত সার্ভিস ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল ফয়সাল জানান, বাইকারদের নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে ঘরে ফেরা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া। আমরা সম্পূর্ণ ফ্রিতে বাইকারদের এই সার্ভিসটি দিচ্ছি। শুধুমাত্র ইয়ামাহা ইউজার নন, সকল বাইকারদের সাচ্ছন্দ্য এবং সুন্দরভাবে ঝামেলাবিহীন ঘরে ফেরা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এছাড়াও উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ইয়ামাহা রাইডারস ক্লাব ফরিদপুর এর এডমিন সোহান মিয়া।
তিনি আমাদের জানান, প্রতিবছর ঈদেই ইয়ামাহা আমাদের মতো লাখো বাইকার এর কথা মাথায় রেখে এই যে অসাধারণ কিছু উদ্যোগ নিয়ে থাকেন তার জন্য ধন্যবাদ জানাই ইয়ামাহার এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, ডিজিএম (সার্ভিস) রোকন সরকারসহ ইয়ামাহা টিমকে। ইয়ামাহা সহ অন্যান্য ব্রান্ডের সকল বাইকারদের আমন্ত্রণ রইলো এই সার্ভিস ক্যাম্পেইন এ সেবা নেওয়ার জন্য।