মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইলঃ
পাইখার ভাওড়া খানপাড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে বাউল গান অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মনিরুল ইসলাম কবির সদস্য -বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কমিটি।প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ এমপি। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন জনাব এম আর খান টুটুল। সভাপতি পাইখার ভাওড়া খান পাড়া জনকল্যাণ সমিতি। আরো উপস্থিত ছিলেন জনাব হাজী মাসুদুর রহমান মাসুদ চেয়ারম্যান ভাওড়া ইউনিয়ন পরিষদ। আরো উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদরা।সার্বিক ব্যবস্থাপনায় কামরুল হাসান খান সাংগঠনিক সম্পাদক পাইখার ভাওড়া খান পাড়া জনকল্যাণ সমিতি ও মোঃ নাহিদ হোসেন খান সাবেক সহ সম্পাদক পাইখার ভাওড়া খান পাড়া জনকল্যাণ সমিতি। শুভেচ্ছা ও ধন্যবাদান্তে এস আর খান পল্টন সাধারণ সম্পাদক পাইখার ভাওড়া খান পাড়া জনকল্যাণ সমিতি ও এস আর খান রুবেল সহ সম্পাদক পাইখার ভাওড়া খান পাড়া জনকল্যাণ সমিতি। রাতে বাউল গানের অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাউল সম্রাট ছোট আবুল সরকার ও লিপি সরকার।