উত্তম চক্রবর্তী,মনিরামপুর(যশোর)
ঈদের আনন্দ ভাগাভাগি করতে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন FCBF- এর উদ্যোগে ঈদ-উল-ফিতর উপলক্ষে শতাধিক এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পাঞ্জাবী, বোরকা ও ছোট ছোট বাচ্চাদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে রেজওয়ান আহমেদ রিফাত এর সভাপতিত্বে ও সাব্বির আহমেদ রিয়াদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম(রবি), রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার, রাজগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক উত্তম চক্রবর্তী, সাংবাদিক অমারেশ বিশ্বাস, পরিচালক বাহেরিয়া মেডিকেল তুহিনুর রহমান সহ অত্র স্বেচ্ছাসেবী সংগঠনের অর্ধ শতাধিক সদস্যগণ। এ বিতরণী অনুষ্ঠানে সভাপতি রেজওয়ান আহমেদ রিফাত বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতি বছর রমজান মাসে পথচারী সহ হাফেজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিলের আয়োজন করে এবং সদস্যরা গ্রাম, মহল্লায় খুঁজে খুঁজে এতিম ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের খোঁজ নিয়ে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ঈদ বস্ত্র সহ ঈদের বাজার করে দিয়ে থাকি। আমরা বিভিন্ন সময়েও সংকটাপন্ন ব্যক্তিদের পাশে ছিলাম।ভবিষ্যতেও থাকবো ইন শা আল্লাহ।