উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)
যশোরে বাঁচতে শেখা অডিটোরিয়ামে আশ্বাস প্রকল্পের আওতায় মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত সক্রিয় নারী ও পুরুষদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ও রোববার (১৮ ও ১৯ জানুয়ারি ২০২৫) এই দুই ব্যাপী কর্মশালায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন- আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার আল- মামুন,উজ্জ্বল পাল, কমিউনিটি ফ্যাসিলেটটর দীপঙ্কর মন্ডল ও অননীয় বিশ্বাস। এছাড়া অংশগ্রহণ করেন জেলা সক্রিয় কর্মীদলের সকল সদস্যবৃন্দ। প্রশিক্ষণের মধ্যদিয়ে যশোর জেলা মানব পাচার প্রতিরোধে স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য: আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে উইনরক ইন্টারন্যাশন্যালের বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর মাঠ পর্যায়ে কাজ করছে এবং করবে।