বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ
উত্তরাঞ্চলের আঞ্চলিক বৈষম্য নিরসনের ৩ দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পঞ্চগড় জেলা।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় পঞ্চগড় জজকোর্টের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পঞ্চগড় জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে উত্তরবঙ্গের আঞ্চলিক বৈষম্য নিরসনে ছাত্রজনতার ৩ দফা দাবি তুলে ধরা হয়।
সুষম উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়ন উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে অন্তত দুইজন করে চারজন উপদেষ্টা নিয়োগ করতে হবে।
নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য দূর করতে হবে এবং নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পরামর্শ গ্রহণ করতে হবে। বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ যারা জুলাই বিপ্লব কে ধারণ করেন না এমন কাউকে উপদেষ্টা হিসেবে রাখা যাবে না। সকল উপদেষ্টাকে তাদের কাজের অগ্রগতি সাপ্তাহিকভাবে জনসমক্ষে প্রকাশ করতে হবে।
সমাবেশে পঞ্চগড় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, মাসুদ রানা, মোকাদ্দেসুর রহমান সান, খোরশেদ মাহমুদ, মাহফুজার রহমান, মজাহার ইসলাম সেলিম, শাকিল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, অতি দ্রুত নব নিযুক্ত উপদেষ্টা শেখ বশির উদ্দিন ভূইয়া ও মোস্তফা সারোয়ার ফারুকীকে তাদের পদ থেকে অপসারণ করতে হবে এবং উত্তরাঞ্চল থেকে নতুন উপদেষ্টাদের নিয়োগ দিতে হবে। আমরা দ্রুতই আমাদের ৩ দফা দাবির বাস্তবায়ন দেখতে চাই।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।