এস জেট সাহা,স্টাফ রিপোর্টারঃ ৮ মার্চ (বুধবার) সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কমিটি গঠনের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক কওছর আজম হান্নু। তিনি আরও বলেন করোনা ও বৈশ্যিক মহামারীর মাঝেও সাংসদ আলহাজ্ব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী’র ছোঁয়ায় সুন্দরগঞ্জে উন্নয়ন সাধিত হয়েছে, দৃষ্টান্ত স্থাপন হয়েছে শান্তি, সুশাসন ও ইস্তিথিশীলতার।
ধোপাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম মাহবুব আলম শাহীনের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজের উপজেলা শাখার সহ-সভাপতি মোসলেম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ধোপাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব ইকবাল হোসেন চৌধুরী, ধোপাডাঙ্গা জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক শামীম মিয়া প্রমুখ।
এ সময় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ওয়ার্ড জাতীয় পার্টি’র কাউন্সিলরদের প্রত্যক্ষ সমর্থনে সাজু মিয়াকে সভাপতি, সাধারণ সম্পাদক শহীদ মিয়া,সাংগঠনিক সম্পাদক আঙ্গুর মিয়াকে নির্বাচিত করে ৭১ সদস্যে বিশিষ্ট কমিটি ঘোষনা করেন ইঞ্জিনিয়ার শাহীন।