মধ্যনগর,সুনামগঞ্জ,প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা হলেন একই পরিবারের স্বামী।
৩ সেপ্টেম্বর ধর্মপাশা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক – ২০২৩ বাছাই কমিটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক অজয় কুমার রায় ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা সাকী রানী তালুকদারকে মনোনীত করেছেন।
রবিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে মনোনীত শিক্ষক – শিক্ষিকাদের পেশাদারিত্বে নিজেদের অভিজ্ঞতা দক্ষতা প্রশিক্ষণ সৃজনশীল কর্মকাণ্ডের চিত্র প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ উপস্থাপনসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে উর্ত্তীণ হলেন দুই স্বামী স্ত্রী। উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা – ২০২৩ খেতাবে মনোনীত হন।
ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের ফারুকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অজয় কুমার রায় ও হরিপুর-নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাকী রানী তালুকদার উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মনোনীত হন।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি অন্যান্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা, শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি মনোনীত করেছেন।
এম এ মান্নান,
মধ্যনগর,সুনামগঞ্জ
০১৭৭১৯২১৬৫২