উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আজ সোমবার (১৩ জুন) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন পরিষদে মক ভোট অনুষ্ঠিত হচ্ছে। উপজেলায় প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে আগামী ১৫ জুন এই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাধারণ ভোটারগণ এই নয়া পদ্ধতিতে ভোট প্রদানে অভ্যস্ত না হওয়ায় নির্বাচনের আগে ইভিএম পদ্ধতিতে তাদেরকে ভোট দানের ট্রায়াল দেওয়ার উদ্যোগ নিয়েছে উপজেলা নির্বাচন অফিস।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জনান, বড়হর ইউনিয়নের মোট ১২টি ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাধারণ ভোটারদেরকে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান শেখানো হবে। এখানে এই ইউনিয়ন পরিষদের কোনো প্রার্থীর অনুকুলে ভোট প্রদান করা হবে না। প্রতিকী ব্যক্তিকে ভোট প্রদান করবে ভোটারগণ। প্রসঙ্গতঃ আগামী ১৫ জুন বড়হর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ৪জন এবং মেম্বর পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এই ইউনিয়নের ৩০হাজার ৮৬১ জন ভোটার এদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উল্লেখ্য, উল্লাপাড়া উপজেলায় এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।