উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
উল্লাপাড়ায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ের বাস্তবরূপ স্বপ্ন জয়ের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করলেন। শনিবার বহু কাংখিত এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সবার মধ্যেই ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগে থেকেই বড় পর্দায় এই অনুষ্ঠান দেখানোর আয়োজন করা হয়েছিল। গতকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা যায়। তারা দীর্ঘ সময় ধরে পুরো অনুষ্ঠান টেলিভিশনের পর্দায় উপভোগ করেন।
পৌরশহরের উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, এইচ.টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ, সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুল,আদর্শ উচ্চ বিদ্যালয়সহ উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর আয়োজন করা হয়েছিল। পাশাপাশি এখানকার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও সর্বস্তরের মানুষের জন্য এ অনুষ্ঠান বড় পর্দায় দেখানোর আয়োজন করে।
সরকারি আকবর আলী কলেজের অধ্যাপক শামীম হাসান জানান, তার প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সেতু উদ্বোধন অনুষ্ঠান দেখাতে একাধিক বড় পর্দার ব্যবস্থা করা হয়।
অনুরূপ ব্যবস্থা ছিল উল্লাপাড়া বিজ্ঞান কলেজেও বলে জানান অধ্যক্ষ আশরাফুল ইসলাম।
সানফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী ওমর ফারুক, নাঈম হোসেন ও সেজুিত
খাতুন অনুষ্ঠান দেখে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলে বাংলাদেশের মানুষের আস্থা ও আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রীর ভাষণ তাদেরকে অনুপ্রানিত করেছে।