উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
র্যাব-১২ এর সদস্যগণ বৃহস্পতিবার রাত ১১ ঘটিকায় সলঙ্গা থানাধীন রামারচর গ্রামস্থ নেছারিয়া হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামানে রাজশাহী-ঢাকাগামী মহাসড়কে অভিযান চালিয়ে ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। এ সময় ৪৯৮ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যবসায়ীরা হলেন নরসিংদী জেলার মাধবদী থানাধীন ইসলামাবাদ আলগী গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ ইউসুফ মিয়া(৩০) এবং রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর গ্রামের মোঃ লালন বাদশার ছেলে মোঃ মোস্তাকিম আহমেদ সিফাত (১৯)।
র্যাব-১২ ক্যাম্পের মিডিয়া কর্মকর্তা মেজর এম. রিফাত-বিন-আসাদ জানান, এসব শীর্ষ মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় গোপনে মাদক বিক্রি করে আসছিলেন। মিডিয়া কর্মকর্তা আরও জানান, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার কালে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও ৪৯৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যবসায়ীদেরকে উদ্ধারকৃত আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করে মাদক মামলা দেওয়া হয়েছে।