বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ছাদখোলা বাসে বাফুফে গমন চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের  রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে এলাকাবাসী মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু কালিগঞ্জের কৃতি সন্তান এ্যাডঃ আব্দুস সাত্তার পিপি নিযুক্ত হলেন কালিগঞ্জ অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন হাফিজুর রহমান কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে শাস্তির দাবীতে  মানববন্ধন অনুষ্ঠিত  সাংবাদিকদের তথ্য না দিয়ে উধাও মাদ্রাসা সুপার,সুপারের নিয়োগ বাতিল চায় এলাকাবাসী আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যেতে হবে: মুফতী খলীল আহমদ কাসেমী  বোয়ালখালীতে এসএ সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বিশ হাজার জরিমানা ফুলবাড়ীতে ছাত্রলীগ নেতা আটক

উৎসর্গ- শ্রদ্ধেয়, কবি হুমায়ূন কবির- কে (জীবন ভাবনায়) রফিকুল ইসলাম (ভুলু)

রফিকুল ইসলাম (ভুলু) উপদেষ্টা দৈনিক সময়ের সংলাপঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৬৮ বার পঠিত

উপদেষ্টা দৈনিক সময়ের সংলাপঃ

লেখক কবি ও সাহিত্যিক, রফিকুল ইসলাম (ভুলু) চাকলাদার
উৎসর্গ- করেছেন কবিতা শ্রদ্ধেয়, কবি হুমায়ূন কবির- কে কবিতার নামঃ  (জীবন ভাবনায়)

একের মধ্যে দুইয়ের বিরাজ
মানবের দেহে লুকিয়ে থাকা
মানবের বাসবাস,
আত্মার মাঝে চলে শুধু শ্বাস-প্রশ্বাস।

যায়না তাঁরে ধরা কিংবা ছোঁয়া
যায়না তাঁরে বেধেঁ রাখা
দিন শেষে সময় ফুরালে
যায় সে চলে আপন মনে,
পড়ে থাকে বান্দার দেহ
পচেঁ-গলে মাটির সনে।

ধরার এই বুকে মানুষ সেতো
নানা রূপের রহস্যে ঘেরা,
সময় শেষে সবই মিছা
আর হবেনা এ-ভুবন তীরে ফেরা।

আমার দেহে বসত করে
প্রদীপ হয়ে আলো জ্বেলে,
মালিক সে তাঁর আপন চলাচলে।
আমি রইলাম শুধুই পাহারাদার,
তিঁনি হলেন প্রদীপের জামিনদার।
প্রদীপ যখন নিভে যাবে,
দেহ আমার মাটির ঘরে সমাধি হবে
অবশিষ্ট আর কিছুই না রবে।

কেনো এলাম এ-ভবে ?
কেনোই বা যাবো চলে ?
কী হবে-কোথায় যাবো ?
কেউ কী তা` বলতে পারে ?
এ রহস্য বুঝা নাহি যায় !
অবশেষে কে নিবে কার দায় ?

বান্দা আমি অবুঝ-নির্বোধ
ছিলেম অতি নিষ্পাপ
কেনো আমি ভবে এসে
নানা অপরাধে-দুষি হয়ে
যেতে হবে জাহান্নাম,
কে দিবে এর জবাব ?
কোথায় পাবো তাঁর সমাধান ?
কী হবে এর পরিনাম ?

মরে গেলে দেহখানি
নিয়ম প্রথায় দাফন কিংবা চিতায় জ্বলবে
অথবা শিয়াল-শকুন কিংবা মাছের খাবার হবে
কেউ কী তা-জানি ?

ভাবলে পরে পাগল হবো
স্থান হবেনা সমাজে কিংবা লোকালয়ে
মানুষ সবাই তাড়াবে আমায়
ধর্ম বিরোধী নাস্তিক বলে।

সকলেই যেহেতু নানা ধর্মের নানান মতে
রয়েছে অটল বিশ্বাস ধরে,
আসলেই কী সবাই সঠিক ভাবে
নিজেদের ধর্ম পালন করে ?

আল্লাহর কথা বান্দা
আল্লাকেই ফেরত দেয়
হাসেন তিঁনি বসে বসে
প্রিয় বান্দার কথা শুনে,
বান্দারে বলেছেন কী ?
আর বান্দায় করে কী ?
শুধু আল্লাহর নাম ব্যবহারে
সত্যবিহীন মিথ্যা আর অন্যায়ের পথে বীজ বুনে।

ভাবরে মন, বলেছেন কী তিঁনি
আর চেয়েছেন কী তিঁনি
অথচ আমি বান্দা করি কী ?
আসলেই কী আমরা আল্লাহকে মানি ?

ওরে আমার পাগল মন
কেনো করিস অযথা সময়ের অপচয়
ভব এই দরিয়ার বিষন্নতায়,
জীবন সেতো শুধুই মিছা ভাবনায়
পড়ে রইলি কিসের নেশায় ?
কিইবা পাবার আশায় ?

৩০ মে ২০২৩
কবিতো নই, তাই ছন্দের দ্বন্দে মিশ্র প্রক্রীয়ায় মনের ভাব প্রকাশ করে যাই। ভুল হলে ক্ষমা করবেন কবি সবাই। তিনি ধন্যবাদ জানিয়েছেন সকলের উদ্দেশ্যে।

এই কবিতাটি লিখেছেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ও দৈনিক সময়ের সংলাপকে অবগত করেছেন কবিতা টা কি প্রকাশিত হবে? জানিয়েছেন দৈনিক সময়ের সংলাপের পরিবারকে প্রকাশিত হওয়ার পরে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অগ্রিম।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।