মোঃ সবুজ খান, মির্জাপুর টাংগাইলঃ
বীর মুক্তিযোদ্ধা নতুন কহেলা গ্রামের রফিকুল ইসলাম খান (লউশা) শারিরীক অসুস্থতার কারনে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। বর্তমান তিনি নিজ গ্রামের বাড়িতে আছেন।আজ বৃহস্পতিবার সন্ধায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুল ইসলাম কবির বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম খান (লউশা)কে দেখতে তার নিজ বাড়ি কহেলা যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়। মনিরুল ইসলাম কবির বেশ কিছু সময় তার সাথে কাটায় এবং রাজনৈতিক আলাপ আলোচনা করে। বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বেশ কিছু উপদেশমূলক কথা বলেন- সৎ পথে চলবে, অন্যায় এর প্রতিবাদ করবে সে যেই হোক, অসহায় এর পাশে থাকবে সব সময় আল্লাহ তোমার মঙ্গল করবেন। মনিরুল ইসলাম কবির তাকে বলেন
কাকার আপনার উপদেশ গুলো আমার সাহস এবং অনুপ্রেরণা।
আমি দোয়া করি আল্লাহ যেনো দ্রুত সুস্থতা দান করেন।