মির্জাপুর প্রতিনিধি, টাঙ্গাইলঃ ১৯৭১ সালে দেশ স্বাধীনতার জন্য জীবন বাজী রেখে দেশ রক্ষার জন্য যুদ্ধ করেছিল টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার মসদই গ্রামের কৃতী সন্তান মোঃ জাকির হোসেন খান( জাহাঙ্গীর) পিতা মৃত আম্বার আলী খান পিতা আম্বর আলী খান ছিলেন গ্রামের অত্যন্ত ভদ্র নম্র তিনি বাড়িতে কৃষি কাজ করতেন।জাহাঙ্গীর ছিলেন সংসারে ভাই বোনের মধ্যে বড় ছেলে। পাকিস্তান সাশনামলে তিনি সেনা বাহিনীর কর্মরত থাকা অবস্থায় সেখানে বিদ্রোহ করে বঙ্গবন্ধুর ডাকে দেশ রক্ষার স্বার্থে বঙ্গবন্ধুর ডাকে দেশ রক্ষার জন্য যুদ্ধে যাপিয়ে পরেন।দেশ স্বাধীন হওয়ার পরে তিনি বাংলাদেশ সেনা বাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি অবশ্যই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসেবে ছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ঢাকা সি এম এইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিঊন। মরহুমের মৃত্যুতে আমরা দৈনিক সময়ের সংলাপ পরিবার শোকাভিভূত। আমরা তার আত্মার মাকফেরাত কামনা করি।