মোঃ সবুজ খান,মির্জাপুর টাঙ্গাইলঃ
গতকাল ঢাকা বঙ্গবাজারের আগুন নিভাতে গিয়ে সুত্রাপুর ফায়ার স্টেশনে অফিসার টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলার নতুন কহেলা গ্রামের সঞ্জয় খান আহ’ত হয়ে বর্তমান রাজার বাগ পুলিশ হাসপাতালে ভর্তি৷তার শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে। গতকাল ঢাকা বঙ্গ বাজারে ৫/৬ টি মার্কেটে আগুন লাগে। সঞ্জয় খান তার দমকল বাহিনী নিয়ে ঢাকা সূত্রাপুর স্টেশনের দল নিয়ে বঙ্গবাজার আগুন নিভানোর দায়িত্ব পালন কালে অসুস্থ হয়ে গেলে জরুরীভাবে ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। গতকাল তার অবস্থা আশঙ্কাজনক ছিল । আজ তার অবস্থা কিছু টা উন্নতি হয়েছে সঞ্জয় খান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ তাকে হেফাজত করুক।