স্টাফ রিপোর্টার ঃ
দুটি অবৈধ গাড়ির সংঘর্ষে একজন নিহত ও আহত কয়েকজন। ময়মনসিংহের নান্দাইল উপজেলা নান্দাইল -তাড়াইল সড়কে গতকাল রবিবার সন্ধ্যা ৭টার সময় যুগের হাওড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মোঃ মাসুদ মিয়া (৪০)। মাসুদ মিয়া পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলা পাইকুড়া ইউনিয়নের পেছুন্দুরী গ্রামে তার বাড়ি। স্থানীয় সুত্রে জানাগেছে, গতকাল রবিবার মেরেঙ্গা বাজার থেকে মাসুদ মিয়াসহ কয়েকজন গরু ব্যবসায়ী সন্ধ্যার পর লাইট বিহীন টমটম গাড়িতে গরু নিয়ে আসছিল। পথিমধ্যে যুগের হাওড় নামক স্থানে আরেক ট্রলি অন্ধকারে দাড়িয়ে সড়কে রাখা ধানের আটি/ মোরি উঠাচ্ছিল।তখন মুখোমুখি দুটি লাইট বিহীন অধৈধ গাড়ির সংঘর্ষে গরুবর্তী গাড়িটি উল্টে গিয়ে মাসুদ মিয়া গুরুতর আহত হয়।মাসুদসহ অন্যান্যদের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ মিয়া মৃত ঘোষণা করেন।আজ সোমবার সকাল ১০টায় তার জানাযা সম্পন্ন হয়।এলাকার সুশীল সমাজের ব্যক্তিগন জানান,আমাদের নিকটতম নান্দাইল চৌরাস্তা সংলগ্ন একটি হাইওয়ে থানা থাকতে এই ধরনের ফিটনেস বিহীন গাড়ি কিভাবে হাইওয়ে রাস্তায় চলে।এছাড়া এখন বোরো ফসলের মৌসুম হাইওয়ে সড়কে ধান মাড়াই এবং শুকানোর নিয়মিত প্রতিযোগিতা চলছে।এসব অবৈধ ফিটনেস বিহীন গাড়ি ও হাইওয়ে সড়কে ধান মাড়াই কাজ বন্ধে প্রশাসনের নিকট দাবী জানান।