সোলাইমান হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতাঃ
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভাধীন পশ্চিম দেওয়ান নগর ২নং ওয়ার্ড সন্দীপ পাড়া। গত (বুধবার) ৩টার দিকে স্ত্রী কে বললেন আমি বাজারে যাব বলে আর বাড়িতে ফেরা হয়নি। পিতা মৃত আবুল কালাম,এর ছেলে রবিউল হোসেন (প্রকাশ) বাছা (৩৪) এই মানুষটি নিখোঁজ রয়েছে। উনার এক মেয়ে তিন ছেলে,
পারিবারিক সূত্রে জানা গিয়েছে তাহার সাথে এক নারীর সম্পর্ক ছিল। পরে জানা যায় ওই নারীর সাথে প্রেমের সম্পর্কের ফাটল ধরে। এ নারী উক্ত নিখোঁজ ব্যক্তিকে বিভিন্নভাবে হুমকি ও হয়রানি প্রদান করে
তাহার স্ত্রী জানান। বাবার জন্য ছেলে মেয়েরা প্রতিনিয়ত কান্না করছে
ও পথ চেয়ে তাকিয়ে আছে কখন তাদের বাবা বাড়িতে ফিরে আসবে।